সভাপতি

আলহাজ্ব নুরুল বশর

আলহাজ্ব নুরুল বশর

বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে স্বাধীন রাষ্ট্র হিসেবে মর্যাদার সাথে টিকে থাকতে আমাদের দেশে প্রয়োজন নৈতিক মূল্যবোধ সম্পন্ন সুশিক্ষিত নাগরিক। এ সুশিক্ষিত নাগরিক গড়ে তোলার জন্য কক্সবাজার জেলার অন্তর্গত টেকনাফ উপজেলার একমাত্র কলেজ টেকনাফ ডিগ্রি কলেজ (এমপিওভূক্ত)প্রতিষ্ঠালগ্ন থেকেই এ দায়িত্ব পালন করে আসছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গর্ভনিং বডি, শিক্ষক এবং এলাকার সর্বস্তরের জনগনের সহায়তায় কলেজের ভৌত অবকাঠামো, একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম উন্নয়নে চলছে কঠোর পরিশ্রম ও নিরন্তন চেষ্টা। বিগত বছরগুলোতে কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষা (অ+) সহ ও ¯œাতক (পাস) পর্যায়ে ফলাফল অত্যন্ত সন্তোষজনক।  কলেজে ৩য় তলা একটি একাডেমিক ভবন স্থাপিত হয়েছে এবং শিক্ষা মন্ত্রনালয়ের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ৫তলা ফাউন্ডেশনযুক্ত দ্বিতল ভবন নির্মানের কাজ সমাপ্ত হয়েছে। এ ভবনটির সম্পূর্ণ নির্মান কাজ শেষ হলে কলেজের ভৌত অবকাঠামোগত কোন সমস্যা থাকবে না। ফলে আরও কয়েকটি বিষয়ে স্নাতক (অনার্স) কোর্স এবং মাষ্টার্স কোর্স চালু করা সম্ভব হবে এবং এর মাধ্যমে অত্র বিশাল এলাকার শিক্ষার্থীদের বিশেষ করে নারী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার পথ সুগম হবে। কক্সবাজার জেলার অন্তর্গত টেকনাফ উপজেলার, পৌরসভায় অবস্থিত টেকনাফ ডিগ্রি কলেজের নামে ৩.৩৭ একর জমি চিরস্থায়ী বরাদ্দের প্রক্রিয়া অব্যাহত আছে। উল্লেখ্য যে উক্ত ৩.৩৭ একর জমি ২০ বছর যাবৎ কলেজ ব্যবহার করে আসছে। উক্ত জমিতে কলেজের একটি ছাত্রাবাস রয়েছে। এ কলেজটি খুব শিগ্রই একটি বৃহত্তম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে এমন প্রত্যশা এ এলাকার সর্বস্তরের জনগনের। মহান আল্লাহ্ আমাদের সহায় হউন।সভাপতি টেকনাফ ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদ ও মাননীয় সাংসদ সদস্য,কক্সবাজার-০৪